Thursday, March 15, 2012

Patiya Govt. College

পটিয়া কলেজ প্রতিষ্ঠার গোড়ার কথা
উপমহাদেশের বহু বরেণ্য শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিসক, প্রকৌশলী, রাজনীতিবীদ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক বিপ্লবী নেতা-নেত্রীর জন্মস্থান ও কর্মস্থল যে পটিয়া, একদা (ব্রিটিশ আমল হতে) যে পটিয়া মহকুমা ছিল এবং চট্টগ্রাম জেলার সবচেয়ে শিক্ষিত এলাকা হিসেবে খ্যাত, তা দেশের আপরাপর মহকুমার সাথে জেলায় উন্নিত না হয়ে দু:খজনকভাবে হয়েছে থানায় রূপান্তরিতভাবতে আরও অবাক লাগে যে, সাবেক পটিয়া মহকুমার সদর থানা পটিয়ায় (বর্তমান চন্দনাইশ ও আনোয়ারা থানা সহ) ১৯৬২সাল পর্যন্ত কোন কলেজ ছিল নাব্রিটিশ আমলে পটিয়ায় পার্শ্ববর্তী থানা বোয়ালখালীর প্রত্যন্ত পল্লীতে প্রতিষ্ঠিত কানুনগো পাড়া স্যার আশুতোষ কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজই ছিল যেস সময়ে এ অঞ্চলের ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষা লাভের বিদ্যাপীঠবিত্তশালী ঘরের ছেলে-মেয়েরা এ কলেজ দুটোতে লেখা পড়া করতোসাধারণ গরীব ঘরের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের তেমন কোন সুযোগ ছিল না
এ অঞ্চলের সাধারণ ঘরের ছেয়ে মেয়েদের কলেজে পড়াশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পটিয়ার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব এম.এ. কাশেম পটিয়ায় একটি কলেজ  প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেনএ ব্যাপারে তিনি তকালীন পটিয়া হাই স্কুলের প্রধান শিক্ষাক বাবু রমেশ চন্দ্র গুপ্ত ও পটিয়া থানা আওয়ামী লীগের সেক্রেটারী জনাব হামিদুর রহমানের সার্বিক সহযোগিতায় কাজ শুরু করেনসেই লক্ষ্যে ১৯৬২সালের অক্টোবর মাসের শেষের দিকে পটিয়া ও আনোয়ারা থানার বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে পটিয়া হাই স্কুল প্রাঙ্গণে এক সাধারণ সভা আহবান করেনপটিয়ার নাইখাইন গ্রামের বেঙ্গল ভেটেনারী কলেজ, কলকতা-র সাবেক অধ্যক্ষ ডা: আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়
এই সভায় চট্টগ্রাম সদর দক্ষিণ মহকুমা প্রশাসককে সভাপতি, প্রধান শিক্ষক বাবু রমেশ চন্দ্র গুপ্তকে সেক্রেটারী ও জনাব হামিদুর রহমানকে ক্যাশিয়ার করে ১৯সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়কমিটির অন্যান্য ১৬ জন সদস্য ছিলেন ১জনাব এম.এ. কাশে বি.এ (শিক্ষানুরাগী ও শিল্পপতি), জনাব ডা: আব্দুল লতিফ মিঞা ৩। (চট্টগ্রাম জেলার প্রথম মুসলিম পি.এইচ.ডি, গ্রাম: পটিয়ার নাইখাইন) ৪জনাব অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী (সাবেক মন্ত্রী), এডভোকেট সুরেশ চন্দ্র নন্দী, জনাব ফজল আহমদ ইঞ্জিনিয়ার, জনাব এডভোকেট আব্দুল জলিল চৌধুরী (আনোয়ারা, পটিয়া), জনাব আব্দুল মাসুদ চৌধুরী (পটিয়া), জনাব খলিলুর রহমান, ১০জনাব জামালুচ ছত্তার চৌধুরী (সাবেক এম.এল.এ), ১১জনাব ছৈয়দ আহমদ, ১২জনাব ডা: আব্দুস ছত্তার, ১৩জনাব আবুল বখতেয়ার, ১৪মনিন্দ্রলাল সরকার (গড়লা), ১৫নুরুল আলম এম.এ এবং ১৬আহমদ কবির মোক্তেয়ার (পটিয়া)
পটিয়া আদর্শ হাই স্কুলের নিজস্ব জায়গা থেকে বর্তমান পটিয়া হাই স্কুলের মাঠের পাশে পুকুর পাড়ে ২.৫ একর জমি (বর্তমান কলেজ অবস্থিত যে জায়গায়) পটিয়া কলেজ কমিটির সভাপতির নামে কলেজের জন্য স্কুল কৃর্তপক্ষের নিকট থেকে কবল নামা মূলে দান হিসেবে পাওয়া যায় এবং সংলগ্ন আরও ৬৬শতক জমি কলেজ কমিটি বাজার দরে খরিদ করেন১৯৬৩সালে কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়তখন বাঁেশর বেড়া ও ছনের ছাউনি দিয়ে নির্মিথ হয় কাঁচা শ্রেণী কক্ষ১৯৬৩ সনের জুলাই মাস থেকে উক্ত শিক্ষা বর্ষের কার্যকম আরম্ভ করার জন্য শিক্ষক নিয়োগের দরখাস্ত আহবান করা হয়। (সংক্ষিপ্ত)।