Thursday, May 3, 2012

News 03.05.12

পটিয়ার মুজাফ্রাবাদ গণহত্যা দিবস পালিত

আজ বৃহস্পতিবার (৩মে) পটিয়ার খরনা মুজাফ্রাবাদে গণহত্যা দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে শহীদ বেদিতে পটিয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্থানীয় সামাজিক সংগঠন সম্বনয়, খরনা ইউনিয়ন পরিষদ, শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, মুজাফ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সমাজ কল্যাণ সংঘ, তরুণ সংঘ, পটিয়া গৌরব সংসদ ও বিবেকানন্দ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর, খরনা ইউপি চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরী, বিধান রায় চৌধুরী, সঞ্জয় চৌধুরী। বক্তব্য রাখেন সমন্বয়ের সভাপতি প্রদীপ কর, সাধারণ সম্পাদক বিপ্লব সেন, উদযাপন পরিষদের সদস্য সচিব অপু ঘোষ, কাজল কর, সান্তুন রায় চৌধুরী, নিতাই ঘোষ, সন্তোষ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১সালে ৩ মে পটিয়ার খরনা হিন্দু অধ্যুষিত মুজাফ্রাবাদ গ্রামে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দালালরা গ্রামের চারিদিকে ঘেরাও করে এলাকার তিনশতাধিক নারী পুরুষকে নির্বিচারে হত্যা করেন। তাদের স্মরণে প্রতিবছর বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে আসছেন। # ৩.০৫.১২

No comments:

Post a Comment