Saturday, May 4, 2013

Pritilata Waddedar Happy birth day cheromony


আজ বীর কন্যা প্রীতিলতার ৮০তম জন্মবার্ষিকী
এম. আমজাদ হোসাইন পটিয়াঃ আজ ৫মে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাষ্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের  ৮০তম জন্মবার্ষিকি
চট্টগ্রামের ধলঘাট দক্ষিণ সমুরা গ্রামে ১৯১১ সালে ৫ মে জম্ম গ্রহণ করেন বিট্রিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাষ্টারদা সূর্য সেনের সহযোদ্ধা ও  প্রথম নারী শহীদ  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারতাঁর বাবার নাম জগবন্ধু ওয়াদ্দেদার ও মায়ের নাম প্রতিভাময়ী দেবীতার বাবা ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানীপ্রীতিলতার বাড়ি দক্ষিন সমূরা গ্রামে হলেও তার বাবা থাকতেন বাবার মামার বাড়ি ধলঘাট গ্রামেতাই তাঁর জম্ম ধলঘাট গ্রামেপরে বাবার তার পাঁচ ছেলে মেয়েকে নিয়ে থাকতেন চট্টগ্রাম আসকার দীঘির পাড়  এলাকায়
প্রীতিলতা পড়ালেখা করেছেন ডাঃ খাস্তগীর ইংরেজি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ইডেন কলেজ ও কলকাতা বেথুন কলেজেপড়ালেখায় অত্যান্ত মেধাবী ছিলেন তিনিতিনি পড়া লেখা অবস্থায় ডাঃ খাস্তগীর বালিকা বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষিকা ঊষা চট্রোপাধ্যায়ের ইঙ্গিতে ইডেন কলেজের অধ্যাপিকা নীলিমা বোস তাকে বিপ্লবী দল দীপালী সংঘের সদস্য করার....


পরিকল্পনা নেনতিনি তাকে সংঘনেত্রী লীলা নাগের সাথে পরিচয় করে দিলে নেত্রী তাকে সংঘের আর্দশ ও উদ্দেশ্য নিয়ে বোঝান এবং সদস্য হওয়ার জন্য একটি ফরম দেনপরে তার জম্মস্থান ধলঘাটের আরেক বিপ্লবী পুর্ণেন্দু দস্তিদারের সহায়তায় ১৯২৮ সালে মাষ্টারদা সূর্যসেনের বিপ্লবী দলের সদস্য হন প্রীতিলতা  শর্ত ছিল প্রযোজন হলে দেশের মুক্তির সংগ্রামে নিজের সর্বস্ব এবং জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তত 
তিনি  চট্টগ্রাম নন্দনকানন অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকতা করতেনসেই সময়ে মাষ্টারদার সাথে বৈঠকে গিয়েছিলেন ধলঘাট সাবিত্রী দেবীর বাড়িতেসেইখানে গোপন বৈঠক চলাকালে সাতিত্রী দেবীর মেয়ে দোকানে তাদের জন্য ডিম কিনতে গিয়ে এলাকার এক ব্রিটিশদের গুপ্তচরের সন্দেহ হয়ফলে তিনি ক্যাম্প এলাকায় ব্রিটিশদেরে ঘাঁটিতে খবরটি ফাঁস করে দেয়পরে রাত্রে ব্রিটিশ সৈন্যরা এসে তাদের উপর আক্রমণ শরু করলে তাদের সাথে বিপ্লবীদদের সাথে যুদ্ধ সংঘটিত হলে সেই খানে ব্রিটিশ ক্যাপ্টন ক্যামরুণ মারা যায় 
১৯৩২সালের ১৮ সেপ্টেম্বর কাট্রলী ঘাঁটি থেকে মাষ্টারদার আহবান এল প্রীতিলতার কাছেছুটে গিয়ে মাষ্টারদার মুখোমুখি দাঁড়ালেন মাষ্টারদা তাকে বিপ্লবী বাণী শুনালেনবললেন,২৪ সেপ্টেম্বর রাতে  পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হবেতার নেতৃত্ব থাববে তুমি,চট্টগ্রামের রানী অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারএই নির্দেশ ঘোষণা করে মাষ্টারদা স্থানান্তর চলে গেলেনসেই ক্লাবের বাইরে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ  প্রীতিলতার নেতৃত্বে সেইদিন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন বিপ্লবীরাএই অভিযানের শত্রুর গুলিতে আহত হন- প্রীতিলতাপরে শত্রুর হাতে ধরা পড়ার আগেই তাঁর হাতে থাকা পটাসিয়াম সায়েনাইট জাতীয় বিষ পান করে তিনি আতœহুতি দেন
বর্তমানে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট দক্ষিণ সমুরা গ্রামের প্রীতিলতার ভিটেবাড়ি তাদের বংশধরদের মধ্যে কেউ থাকে নাসেই বাড়িটি সরকারি ভাবে ইজরা নিয়ে বাস করেন শোভারানি দাশের পরিবারতবে যে ভিটেবাড়িটিতে তিনি থাকতেন সেই অংশটি রয়েছে পরিত্যক্তভাবে বসতভিটের পশ্চিমে ১৯৭০ সালে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার প্রীতিলতা- অধেন্দু দস্তিদার স্মরণে একটি স্মৃতিসৌধ প্রতিষ্টা করেন
বিপ্লবীরা এভাবে ব্রিটিশ ও পাকিস্থানী শোষকদের তাড়িয়েছেন দেশ থেকেবুকের তাজা রক্তে ছিনিয়ে এনেছেন লাল সবুজ পতাকাআমরা তাদের শ্রদ্ধা জানাই
প্রীতিলতার জন্মদিন স্মরণে আজ প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে নিজ গ্রাম চট্টগ্রামের পটিয়া ধলঘাট বীর কন্যা প্রীতিলতা ট্রাষ্টের উদ্যোগে নানা কর্মসূচি নেয়া হয়েছেকর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বীর কন্যা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত তাঁর আবক্ষমূর্তিতে পূষ্প মাল্য অর্পণচট্টগ্রামের ধলঘাট গ্রামে প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
মোহাম্মদ আমজাদ হোসাইন, পটিয়া, চট্টগ্রাম

1 comment:

  1. Bet365 Casino App - JTR Hub
    Find the 당진 출장안마 bet365 casino review 부천 출장샵 for Android - and 목포 출장마사지 follow the 보령 출장마사지 installation instructions in our dedicated bet365 casino 전주 출장안마 review. Rating: 4.8 · ‎Review by JT Hub

    ReplyDelete